
গান – মন পিয়নের চিঠি
কথা : কিশোর মজুমদার
সুর- আইয়ুব আলি
শিল্পী- হরিদেব ধর
খুশিগুলো
এলোমেলো করে দেয় সব কিছু কত সহজে /
তুই এলে
সব ভুলে মন পিয়নের চিঠি আসে ভাঁজ করা কাগজে
ভাঁজ করা কাগজে //
চোখের কাজল লাগে গোটানো অস্তিনে
কিভাবে বুঝবো তুই ভালোবাসতি না আমাকে
ছুঁয়ে দেখা কোমলতা পাশ থেকে ফিরে ফিরে
তোর হাসিটুকু রেখে দিয়েছি এখনো চুপিসারে
আরেকটা গল্পের প্লট বানানো কি খুব কঠিন
তুই ফিরে এলে ভালোবাসাদের
পরিযায়ী পাখি হতে আর কদিন
খুশিগুলো
এলোমেলো করে দেয় সবকিছু
কত সহজে /
তুই এলে
সব ভুলে মন পিয়নের চিঠি আসে ভাঁজ করা কাগজে
ভাঁজ করা কাগজে //
কফিঠোঁটে মুখোমুখি আড্ডারা মাঝপথে
মিঠেপনা আল্পনা লজ্জারা লুকোলো কোনোমতে
মাঝপথে রোদ গেল বাতাসের কান ঘেষে
রাধা হতে শখ ছিল মরবার ভালোবেসে
আরেকটা গল্পের প্লট বানানো কি খুব কঠিন
তুই ফিরে এলে ভালোবাসাদের
পরিযায়ী পাখি হতে আর কদিন
আ…….. আ…….. আ…….. না … না…
খুশিগুলো
এলোমেলো করে দেয় সবকিছু
কত সহজে /
তুই এলে
সব ভুলে মন পিয়নের চিঠি আসে ভাঁজ করা কাগজে //
কিশোর মজুমদারের গানের তালিকা 👇👇👇
থাক কিছু লজ্জা 👉 (Video Link)
রোদ্দুর 👉 (Video Link)
আমার মেঘলা বিকেল 👉 (Video Link)
মধুছন্দা গানের লিরিক্স 👉 (Video Link)
অনাদর গানের লিরিক্স 👉 (Video Link)
কবে তুই এসে বল আমার হবি 👉 (Video Link)
পুরনো রুমাল 👉 (Video Link)
এই শহরের বুকে 👉 (Video Link)
মন পিয়নের চিঠি 👉 (Video link )
অবশেষে ( Video link )
কেন তুমি ডাকো না আমায় 👉 ( Video Link )
পেঁজা মেঘে ভালোবাসা 👉 (Video link )
চলতে চলতে পথ 👉 ( গানের ভিডিও লিঙ্ক )
শূন্য 👉 ( গানের ভিডিও লিঙ্ক)
কিছুটা স্বপ্ন 👉 (Video link)
আকাশ তোমার কেন ডানা নেই 👉 (Video link)