Chhata/ A bengali Poetry by Kishore Majumder
ছাতা
কিশোর মজুমদার
কান্না-চোখের মতো দুকূল ছাপানো ড্রেন
রাস্তা ধরে হাঁটতে হাঁটতে খুকি প্রশ্ন করে বাবাকে
— আকাশের মত বড় একটা ছাতা বানায় না কেন মানুষ ?
নিরুত্তর বাবার মুখের উপর জিজ্ঞাসার দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে সে।
পা-ভেজা জলে ছপ ছপ কোমল পা মিলিয়ে বাবার সঙ্গে হাঁটছে ।
অনেকক্ষণ উত্তর খুঁজতে থাকেন বাবা
ইতিহাস থেকে বিজ্ঞান
অতীত থেকে ভবিষ্যৎ ।
মনে পড়ে যায় , একই প্রশ্ন তিনিও তার বাবাকে করেছিলেন।
এমন সময় ঝড়ের বেগে একটা পিক আপ ভ্যান
ফোয়ারার মতো জল ছড়িয়ে ছুটে আসছে দেখে দুজনেই – থ ,
কি হবে কল্পনা করতে না পেরে মেয়েটির দুই কানে হাত দিয়ে চোখ বুজে ফেলে
এক ঝটকায় বাবা মেয়েকে কোলে নিয়েই একটু সরে ঘুরে দাঁড়ালেন।
মুখ ভর্তি জল নিয়ে দুষ্টু ছেলের কুলকুচির মতো বাবার পিঠ ভিজিয়ে চলে গেল গাড়িটি।
বাকি রাস্তায় যেতে যেতে বাবা শুধু একটা কথাই বললেন,
—– আকাশের চেয়েও বড় ছাতা হতে পারে
একমাত্র মানুষ।
—– ——*———–
tags: Bengali poetry for recitation, romantic bangla poem collection, bengali love poem download, সাম্প্রতিক বাংলা কবিতা, নতুন কবিদের কবিতা, ভারতীয় কবিদের কবিতা, আবৃত্তির জন্য নির্বাচিত কবিতা pdf, জনপ্রিয় কবিতা আবৃত্তি, আমিও পারি কবিতা, Kishore Majumder kobita, কবিতা আবৃত্তি lyrics, কিশোর মজুমদার কবিতা ।