
কথা – কিশোর মজুমদার//
হো ও ও ও ……
থাক কিছু লজ্জা মুচকি হাসি ঘিরে
থাক নীরবতা না বলা কথাদের ভিড়ে
পথ পায়ে পায়ে হোক আরেকটু বেশি দূর
সবকিছু তোমাকে ঘিরে আমার সকাল আমার দুপুর
// তুমি শুধু শুধু কেন উদাসী
বোঝো না কেন কত যে ভালোবাসি//
ভুল হয়ে যায় কাজে অকাজে
বারে বারে মন তোমাকে খোঁজে
তুমি হেঁটে হেঁটে আসবে বলে
এই দুটি চোখ আছে পাখনা মেলে
হো ও ও ও ……
পথ পায়ে পায়ে হোক আরেকটু বেশি দূর
সবকিছু তোমাকে ঘিরে আমার সকাল আমার দুপুর
// তুমি শুধু শুধু কেন উদাসী
বোঝো না কেন কত যে ভালোবাসি//
কথার মাঝে ভাষা যে হারায়
আবিরের রং যেন সারা চেহারায়
তুমি কাছে এলে ভালো লাগে সব
খুশি ভরা প্রাণে প্রেমের উৎসব
পথ পায়ে পায়ে হোক আরেকটু বেশি দূর
সবকিছু তোমাকে ঘিরে আমার সকাল আমার দুপুর
//তুমি শুধু শুধু কেন উদাসী
বোঝো না কেন কত যে ভালোবাসি //