গানঃ বেদনা
কথাঃ কিশোর মজুমদার
অসম্ভব লাগে তুমি ছাড়া এ জীবন
অবাস্তব লাগে তুমিহীনা অকারণ
স্বাভাবিক লাগে সব কিছুই , তবুও
একাধিক আগে বেদনা
# সব ছিল মিথ্যে অভিনয়
ছিল মিথ্যে ভালোবাসা
আর সইতে পারে না রে মন
বেদনা
চোখে জল শুকিয়ে গেছে
তবু মনটা ভিজে রইলো
স্মৃতির পাতায় তোমার ছোঁয়া
একটু একটু পোড়ায় আমায়
আকাশ বলে তুমি আসবে ফিরে
তুমি তো জানো না আমি কত একা
অসম্ভব লাগে তুমি ছাড়া এ জীবন
অবাস্তব লাগে তুমিহীনা অকারণ
স্বাভাবিক লাগে সব কিছুই , তবুও
একাধিক আগে বেদনা
#সব ছিল মিথ্যে অভিনয়
ছিল মিথ্যে ভালোবাসা
আর সইতে পারে না রে মন
বেদনা
ভালোবাসা কি ছিল না সত্যি
নাকি সবটাই কেবল মায়া
তোমার ছায়ায় হারিয়ে গেছি
ফিরে আসার নেই তো উপায়
এ শহর এই আলো সবই তো আগের মতো
শুধু নেই তুমি নেই তুমি পাশে
তাইতো জীবন বিষাদের বাতাসে
অসম্ভব লাগে তুমি ছাড়া এ জীবন
অবাস্তব লাগে তুমিহীনা অকারণ
স্বাভাবিক লাগে সব কিছুই , তবুও
একাধিক আগে বেদনা
#সব ছিল মিথ্যে অভিনয়
ছিল মিথ্যে ভালোবাসা
আর সইতে পারে না রে মন
বেদনা
…………………………।।