
🔥 আমার মেঘলা বিকেল 🔥
শিল্পী-রাঘব চট্টোপাধ্যায়
লিরিক- কিশোর মজুমদার
সুর-শিবশংকর
⏬ Amar Meghla Bikel – Bengali Song Lyrics ⏬
আমার মেঘলা বিকেল দুটো
কুড়িয়ে নিয়ে বলো করছো কি,
আমার মেঘলা বিকেল দুটো
কুড়িয়ে নিয়ে বলো করছো কি,
আমার ফাগুন দিনের রাঙা
শিমুল পলাশ কিছু …
কুড়িয়ে ছিলাম বোঝনি,
তুমি দূরে গিয়ে পিছু ফিরে…
তবুও ডাকোনি,
আমার মেঘলা বিকেল দুটো
কুড়িয়ে নিয়ে বলো করছো কি…
আমার ধূসর বিকেল গুলো
সাজিয়ে ছিলাম গোধূলির রাংতায় মুড়ে…,
আমার ধূসর বিকেল গুলো
সাজিয়ে ছিলাম গোধূলির রাংতায় মুড়ে…,
পাষাণ পুতুল দাঁড়িয়ে ছিলাম
তোমার ফেরার পথের ধারে,
ঝটকা চুলের আলতো ভুলে
ফিরে তবু দেখোনি….
আমার মেঘলা বিকেল দুটো
কুড়িয়ে নিয়ে বলো করছো কি…,
সকাল বিকেল তোমার গন্ধে
ভরিয়ে ছিলাম আমি একাকী
সকাল বিকেল তোমার গন্ধে
ভরিয়ে ছিলাম আমি একাকী
শুনিয়ে ছিলাম পাগল প্রলাপ
ভীরু গোলাপ তোলনি।
স্মৃতি নিয়ে গেছো চলে
কোন দ্বিধা রাখোনি।
আমার মেঘলা বিকেল দুটো
কুড়িয়ে নিয়ে বলো করছো কি।
আমার মেঘলা বিকেল দুটো
কুড়িয়ে নিয়ে বলো করছো কি
আমার ফাগুন দিনের রাঙা
শিমুল পলাশ কিছু
কুড়িয়ে ছিলাম বোঝনি
তুমি দূরে গিয়ে পিছু ফিরে
তবু ডাকোনি।
আমার মেঘলা বিকেল দুটো
কুড়িয়ে নিয়ে বলো করছো কি…।
আমার মেঘলা বিকেল দুটো
কুড়িয়ে নিয়ে বলো করছো কি।