দেওচড়াই স্কুল থিম সং | সম্পূর্ণ লিরিক

কথা ও সুর – কিশোর মজুমদার

আমাদের বিদ্যালয় আমাদের পরিবার

সকলের ভালোবাসা আমাদের অহঙ্কার ##
(২ বার হবে /কোরাস)

সময়ের ক্যানভাসে স্মৃতির তুলি দিয়ে
কত ছবি রয়েছে আঁকা
ছড়িয়ে জ্ঞানের আলো মুছে দিয়ে সব কালো
ইতিহাসে থাকবে লেখা

জীবনের উৎসবে শিক্ষার কলরবে
ফুটিয়েছে কত শত ফুল
ছড়িয়ে অনেক শাখা হয়েছে মহীরূহ
সেদিনের ছোট্ট মুকুল

সে যে আমাদের দেওচড়াই হাইস্কুল

সকলের প্রিয় দেওচড়াই হাই স্কুল

( ছাত্রছাত্রীদের কোরাস👇)

আমাদের বিদ্যালয় আমাদের পরিবার

সকলের ভালোবাসা (তুমি) আমাদের অহঙ্কার ##

গুটি গুটি পায়ে পায়ে পেরিয়ে অনেক পথ
আজকে পঁচাত্তরে পা
মানুষ গড়ার কাজে ত্যাগের মহিমা পেল
সকলের ভালোবাসা

জ্ঞানী গুণী মানুষের কঠোর পরিশ্রমে
গড়েছো তোমার অবদান
ছড়িয়ে দেশে দেশে কত শত প্রাক্তনী
গেয়ে চলে তব জয়গান

আলোকের কাননেতে জাতি ধর্ম সবই যেন
একই বাগানের ফোটা ফুল
কেউ তো ভোলেনি কভু ভুলবে না কোনোদিনও
তোমার অবদান এক চুল

তুমি আমাদের দেওচড়াই হাইস্কুল

সকলের প্রিয় দেওচড়াই হাই স্কুল

আমাদের বিদ্যালয় আমাদের পরিবার

সকলের ভালোবাসা (তুমি) আমাদের অহঙ্কার ##

তুমি আমাদের দেওচড়াই হাইস্কুল

সকলের প্রিয় দেওচড়াই হাই স্কুল

……………………………

এই গানটির সম্পূর্ণ ভিডিও Click here

About the Author: Kishore Majumder

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share