
ডাকবাক্সেরা চুপ
—–কিশোর মজুমদার

অনেক দিন খোলা হয়নি
অনেক অনেক চিঠি জমা হয়ে আছে
অগোছালো মুখগুলি না বলা কথার ভারে
চুপ করে থাকা ডাকবাক্সেরা …
ধুলো –সাইকেল — উঁকি দেয়া চোখ —
এখনো জানান দেয় অন্তহীন অপেক্ষার
চোরা- লন্ঠন আলো
হঠাৎ ভিড়ের থেকে উঁকি দেয়া
দু-একটা ডাকবাক্স এখনো চিঠি জমায় রোজ………..
খোলা হয় না যদিও………
####$$$#####
(কেমন লাগলো জানান
কমেন্ট করুন। )