সাঁকো তলায় জল-শব্দ
কিশাের মজুমদার
বর্ষার আধভেজা দুপুর ছুঁয়েছাে তুমি
ছুঁয়ে দেখেছাে প্রতিষ্ঠ প্রেমিকের বৃক্ষজন্ম।
পলাশের পূর্ণিমা তােমাকে বেঁধেছে আবেশে
তুমি হৃদয়ের তাপ থেকে
মুখরিত হতে দেখেছাে খুকু কান্নার চোখ
স্বর্গের খবরা-খবর আমার জানা নেই।
তুমি তাকে ভুলিয়ে দিতেই
এঁকে নিয়েছ স্বপ্ন পাগলের ভাটিয়ালি স্রোত।
আজ যখন খিদে-ভাষায় আঁকা হয় রক্তের ভাের
উগ্র প্রসাধন থেকে নেমে আসা ধারালাে অন্ধকার
আড়াল করতে থাকে চোরা সুরঙ্গ কামনা।
সাঁকোতলা থেকে উঠে আসা জলশব্দ
তােমার দিনান্তে এঁকে দিতে থাকে
অশরীরী স্বয়ংক্রিয় অচল ।
তুমি খালি হাতেই হাত বাড়াতে চেষ্টা করাে
বৃষ্টি ফোঁটার দু’এক বিন্দু
জীবনের আহ্বানে।