বাংলা কবিতা || ডাক || কিশোর মজুমদার

 

@ডাক@    

   কিশোর মজুমদার

তোমায় আর ডাকবো না আমি

আর কখনো উচ্চারণ করে ডাকবো না তোমায়,

ডাক দেবো– তুমি আসবে।

আমার ডাক : তোমার আসা

সে আসায় তোমার শরীর আসবে শুধু ।

এবার থেকে ডাকবো মনে মনে; 

একশ-হাজার-লক্ষ-কোটি বার ডাকবো 

— ডেকেই যাবো। 

সারা দিন-রাত ডাকবো তোমায়। 

দুঃখ-কষ্ট-আনন্দ-বেদনা — সব সময় ডাকবো। 

সে ডাক তুমি কি কোনদিনও

শুনতে পাবে না ? 

যেদিন আমার সে ডাক

সত্যি সত্যিই তুমি শুনতে পাবে , 

বুঝবে  তুমিও ভালোবেসে ফেলেছো।       

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share