কবি : কিশোর মজুমদার
ফুলের তোড়ায় মুড়িয়ে
নিজের ইচ্ছেগুলো সাজিয়ে
আর স্বপ্নগুলোকে গ্যাস বেলুনের ফাঁপায় ভাসিয়ে
তোমায় কোনোদিন বলতে পারিনি
ভালোবাসি।
কোনোদিন বলতে পারিনি
তোমাকে আমি খুব ভালোবাসি।
সূর্যের আলোয় যেভাবে ডুবে থাকে
হাজার হাজার তারার অস্তিত্বের অভিসার।
যেভাবে পাতায় পাতায় রোদের খেলায়
চিক চিক করে ধূলিকণা
ভালোবাসার ছোঁয়ায় সোনা হয়ে উঠতে পারে সেও।
সে সোনা হয়ে উঠতে পারিনি ।
সাড়ম্বরে উৎসবের মেজাজে ডাচ গোলাপে ফুটিয়ে
তোমায় বলতে পারিনি
ভালোবাসি।
গভীর রাতের নিস্তব্ধতায় শীতের আড়মোড়া ভেঙে
জানলায় দাঁড়িয়ে বলতে পেরেছি
তুমি ভালো থেকো।
তোমার চঞ্চল ছুটে চলা
আমার হৃদস্পন্দনের মতোই গতিশীল ।
সূর্য ওঠার রঙিন মিষ্টতায় প্রার্থনা করতে পেরেছি
তুমি ভালো থেকো।
ভালোবাসার কোনো ভাষা হয় বুঝি
তবে ভালোবাসার কোনো নাম হয় না ।
নামহীন সংজ্ঞাহীন সে ভাষায় তোমাকে ছুঁতে চেয়েছি
প্রতিটি মুহূর্তের আঙিনায় খেলা করা
কিশোরী বালিকার মতো।
তোমার হাসির আভায় আবির ছড়িয়ে যেতে থাকে
আমার চারপাশের সাদা ওড়না-ওড়ানো বাতাসে বাতাসে ।
চুপি চুপি লুকিয়ে থাকা ভালোবাসার মৈনাক
যেই মাথা তুলবে —
না-পাওয়া তোমাকে হারানোর ভয়ে– বেদনায়– আতঙ্কে — হয়তো বলতেই পারলো না কোনদিন
তোমায় ভালোবাসি।
দুরু দুরু বুকে অতল দুঃসাহসটুকু উজাড় করে
আজ তোমার খুব সামনে আমি
বুজে থাকা চোখের ভেতরে লুকোনো ভাষার খোঁজে
উজাড় করে দিতে চাওয়ার ঘনঘন শ্বাসের শব্দ কি পৌঁছলো তোমার কানে ?
খুব কাছে আরো কাছে
না-বলা কথারা ঘোরাফেরা করছে অসহায় ভাবে ।
নিরাড়ম্বর ভালোবাসার ডাকে সাড়া দেবে না একবারো ?
চিরকাল হৃদয় উজাড় করা স্বপ্ন – গন্ধ আর দিনবদলের
যুপকাষ্ঠে বলি দিতে না-পারা কঠিনতার আড়ালে
লুকোনো ভালোবাসার ফোয়ারা
তোমায় ভেজাতে চায়—
তোমাকেই ভেজাবে বলে বসে আছে।
বসে আছি —- “খুব ভালোবাসি” বলতে না-পারা
কথার আড়ালে ভালোবাসার এক
প্রশান্ত মহাসাগর
চির অপেক্ষায়
তোমার জন্য
শুধু তোমারই জন্য।
*********