বাংলা কবিতা @ আগমনী@ কিশোর মজুমদার

@ আগমনী@   

 — কিশোর মজুমদার

কিছু কিছু পাথরের টুকরো আমিও কুড়িয়েছিলাম

কিন্তু তোমার মত বিল্ডিং বানাতে পারিনি । 

বাতাসের গায়ে আমিও হেলান দিয়েছিলাম 

কিন্তু তোমার মতো করে ঘ্রাণ শুষে নিতে পারিনি 
মাটিতে কান পেতে তুমি শুনেছিলে 

ভবিষ্যতের চিরন্তন ইতিহাস

আমি মাটি আঁকড়ে বড় হয়েছি 

শুনিনি মাটির কোনো গান ।
তাই তোমার কাছে

আমার পঞ্চেন্দ্রিয় জমা করে দিতে চাই আজ

 তুমি আমাকে না

আমার মর্মরকে নিয়ে সুরে বাঁধো , স্পর্শে দাও সুগন্ধ,  কর্ণে দাও ধ্বনি । 
আমার জীবন নতুন করে গদ্যে রচুক জীবন্ত আগমনী। 
 

*********** 

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share