কিশোর মজুমদার
দোল খাওয়া গাছের ডাল আর
পোড় খাওয়া জীবনের মাঝখানে
যদি কেউ দাঁড়িয়ে থাকে তা হল একাকীত্ব ।
অন্ধ আবেশে শরীরী বুননের
খুব চেনা ছকেই রোজ দেখা হয় দুজনের
তবু আমার একাকীত্বের অংশীদার তুমি নও
যেমন নও আমার অসুখ-যন্ত্রণা আর কষ্টের
আর আবেগের
আর অপমানের
আর ক্ষয়ে ক্ষয়ে মজতে থাকা জীবন-নদীটার
ছোট বড় ঢেউগুলির ।
খুব ভালোবাসি ব’লে
খুব কাছে আসি বলে
আরও বাকিটা বাসতে ও আসতে চাই ।
এই ভালোবাসা আর খুব কাছে আসার মাঝখানে
যে একাকীত্ব এটুকুই আমার নিজস্ব
আর তাও যখন তোমায় দিতে চাই
বুঝবে খুব ক্লান্ত হয়ে গেছি ।
*******†