
তুই ছাড়া কোনো গল্প নেই | ভালোবাসি |রোমান্টিক বাংলা গানের লিরিক্স || Romantic bengali song lyrics
গান- ভালোবাসি
কথা- কিশোর মজুমদার
সুর – সুব্রত পদ্দার
তুই ছাড়া কোনো গল্প নেই
(আমি) থাকবো শুধু তোর আশাতেই
(তোকে) বলবো মনের ভাষাতেই
ভালোবাসি
(তোকে) ভালোবাসি
তুই মিষ্টি মিষ্টি ঠোঁটে ভরে মধু
জানিনা কীভাবে করেছিস জাদু
এ মন আমার চায় শুধু তোর
কাছে আসি
(আরো) কাছে আসি
বেখেয়ালি মন
কেন সারাক্ষন
প্রজাপতি হয়ে উড়তে চায়
পাশাপাশি
(তোর) পাশাপাশি
ভালোবাসি
(তোকে) ভালোবাসি
চোখ থেকে চোখে আজ
কত কথা চালাচালি হয়
যুগ থেকে যুগে যেন
ভালোবাসা নদী বয়ে যায়
আমরা তখনো/আদরে জড়ানো/ প্রেমের কাহিনীর কিনারায়/
ছুটে আসি
ভালোবাসি
তোকে ভালোবাসি
ঠোঁট থেকে ঠোঁটে আজ
কত রং বোঝে ইশারায়
গোপনে গোপনে কেন
সবকিছু তোকে ছুঁতে চায়
ভালোবাসাবাসি/ আরো কাছে আসি/তোর প্রেমের পাহারায়/
কত স্বপ্নরাশি
ভালোবাসি
তোকে ভালোবাসি
কিশোর মজুমদারের লেখা সেরা গানের তালিকা 👇👇👇
থাক কিছু লজ্জা 👉 (Video Link)
রোদ্দুর 👉 (Video Link)
আমার মেঘলা বিকেল 👉 (Video Link)
মধুছন্দা গানের লিরিক্স 👉 (Video Link)
অনাদর গানের লিরিক্স 👉 (Video Link)
কবে তুই এসে বল আমার হবি 👉(Video Link)
পুরনো রুমাল 👉 (Video Link)
এই শহরের বুকে 👉 (Video Link)
মন পিয়নের চিঠি 👉 (Video link )
অবশেষে 👉🏿 ( Video link )
কেন তুমি ডাকো না আমায় 👉 ( Video Link )
পেঁজা মেঘে ভালোবাসা 👉 (Video link )
চলতে চলতে পথ 👉 ( গানের ভিডিও লিঙ্ক )
শূন্য 👉 ( গানের ভিডিও লিঙ্ক)
কিছুটা স্বপ্ন 👉 (Video link)
আকাশ তোমার কেন ডানা নেই 👉 (Video link)
নোতুন ভোরের গল্প 👉 ( গানের ভিডিও লিঙ্ক)
ম্যাডলি বাঙালি 👉 ( গানের ভিডিও লিঙ্ক)
দোল দোল দোলোনি 👉 (গানের ভিডিও)