শিশু কবিতার স্বপ্নচাপ। বাংলা কবিতা ২০২০। কিশোর মজুমদার

Shishu Kobitar Swopnochap

শিশু কবিতার স্বপ্নচাপ

– কিশোর মজুমদার

অক্ষরের আলিঙ্গনে
পোষ্যের মতো আদর খায়
কিছু মন খারাপ কিছু প্রতিবাদ কিছু ইচ্ছে ।
তবু অক্ষরের শাসন ভেঙে
বেরিয়ে আসার অদম্য চেষ্টা তাদের
খুঁজে পেতে চায় আরো আরো কোনো
জল-রং কালি ধ্বনির আশ্রয় ।

বিকেলের সূর্য
সন্ধ্যার বিছানায় লুকোয় গিয়ে রোজ ,
আমাদের উদোম আকাশ
মেঘে মেঘে বর্ষা শরৎ ঢেলে দিতে থাকে
শতাব্দের দু’ধারে নয়ানজুলিতে ।
শুধু আমি একা কবিতার মতো
অপলক চেয়ে থাকি উপরের দিকে ।

লেখাগুলো খাতার পাতা-বিছানায় শুয়ে ঘুমোচ্ছে
ছয়ষষ্ঠীর শিশুর মতো ।
সেই কবিতা-শিশুর ওপর একের পর এক
চাপিয়ে দিচ্ছি
দেশপ্রেম
শান্তি
জনশিক্ষা আর
সমাজ বদলানোর দায়ভার ;
এদিকে
মনে হয় আমিও শুয়েই থাকি
দেশাচারের অনন্ত বিছানায়
অসীম শুন্য আকাশের দিকে চেয়ে ।


About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share