গান: তুই চোখ বুঁজে দেখ
কথা- কিশোর মজুমদার
সুর- রাজু রায়
তুই চোখ বুঁজে দেখ কতটা আপন আমি তোর
তুই হাত বাড়ালেই এই আমি হয়ে যাবো তোর।
পাশাপাশি হেঁটে যাবো কত না দূরে
গানে গানে কত কথা বেখেয়ালি সুরে
ঘুড়ি হয়ে উড়ে যাবো ওই খোলা আকাশে
কাছাকাছি ভেসে যাবো মেঘের ওই পাশে
গল্প রাতে কল্পনাতে স্বপ্ন আমি সাজাবো
মনের কোনে খুব গোপনে আগলে তোকে রাখবো।
সবুজের মাঝে সকালের সাজে
বিলিয়ে দেবো প্রেম তোকে ।।
(তুই চোখ বুঁজে দেখ কতটা আপন আমি তোর
তুই হাত বাড়ালেই এই আমি হয়ে যাবো তোর)
তোর মনের কোনে ঝড় আসলে পাশে পাবি আমাকে
মনের কুটির সাজিয়ে নেবো তোর হাতেরই ছোঁয়াতে
দিল কিতাবে লেখা রবে তোর নামের ওই ঠিকানা
তোর রূপে রসে ভালোবেসে হবো তোর প্রেম-দিবানা
এলোমেলো হয়ে ডাকি যে তোকে
আয় না কাছে ছুটে আয়
(তুই চোখ বুঁজে দেখ কতটা আপন আমি তোর
তুই হাত বাড়ালেই এই আমি হয়ে যাবো তোর)
………………………
কিশোর মজুমদারের গানের তালিকা 👇👇👇
থাক কিছু লজ্জা 👉 (Video Link)
রোদ্দুর 👉 (Video Link)
আমার মেঘলা বিকেল 👉 (Video Link)
মধুছন্দা গানের লিরিক্স 👉 (Video Link)
অনাদর গানের লিরিক্স 👉 (Video Link)
কবে তুই এসে বল আমার হবি 👉 (Video Link)
পুরনো রুমাল 👉 (Video Link)
এই শহরের বুকে 👉 (Video Link)
মন পিয়নের চিঠি 👉 (Video link )
অবশেষে ( Video link )
কেন তুমি ডাকো না আমায় 👉 ( Video Link )
পেঁজা মেঘে ভালোবাসা 👉 (Video link )
চলতে চলতে পথ 👉 ( গানের ভিডিও লিঙ্ক )
শূন্য 👉 ( গানের ভিডিও লিঙ্ক)
কিছুটা স্বপ্ন 👉 (Video link)
আকাশ তোমার কেন ডানা নেই 👉 (Video link)