কিশোর মজুমদার
ভোর দেখব ব’লে বসে আছি
সারারাত দিনান্তের জমা ছবি—
রঙিন প্রজাপতির ডানায় ছুঁয়ে থাকা
ছোট্ট ছোট্ট গল্প আর কবিতারা…
দু চোখের পাতায় খেলা করে
আমি চুপ করে আঙ্গুল বুলাই।
রাতের জোনাকি খুব কাছাকাছি এসে
প্রজাপতির রং নিয়ে খেলতে থাকে
আমার চোখের পাতায় লুকোনো
প্রজাপতি আর জোনাকির মাঝখানে
অপেক্ষা করে থাকা আমি আর আমার ভোর রঙিন হয়ে
উঠতে থাকি।
@@@@######@@@@@@