
মধুছন্দা গানের লিরিক্স
Madhuchanda Song Lyrics
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না
প্রেমের বিনিময়ে কেউ…..
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না
প্রেমের বিনিময়ে কেউ…..
শোনো মধুছন্দা প্রেমের বাজার বড়ই মন্দা
শোনো মধুছন্দা প্রেমের বাজার বড়ই মন্দা রে…
প্রেমের হাটে দোকান খুলে সেল তো হলো না…
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না…
শোনো মধুছন্দা প্রেমের বাজার বড়ই মন্দা
শোনো মধুছন্দা প্রেমের বাজার বড়ই মন্দা রে…
প্রেমের হাটে দোকান খুলে সেল তো হলো না…
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না রে।
ডুপ্লিকেট প্রেম পাবে না আমার দোকানে
যাচাই করে মনটি দিয়ো বাজার টা জেনে…
ডুপ্লিকেট প্রেম পাবে না আমার দোকানে
যাচাই করে মনটি দিয়ো বাজার টা জেনে…
প্রেমের নগরে আমি অবুঝ সওদাগর
প্রেমে ভরা মনটা আমার নাও না গো চিনে
তোমার জন্য সাজিয়েছি প্রেমের দোকানখানা
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না ।শোনো মধুছন্দা প্রেমের বাজার বড়ই মন্দা
শোনো মধুছন্দা প্রেমের বাজার বড়ই মন্দা রে
প্রেমের হাটে দোকান খুলে সেল তো হলো না
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না
প্রেমের বিনিময়ে কেউ……….
সকাল বিকাল আমি, শুধু স্বপ্ন মাছি মারছি
লাভ লোকসান হিসেব আমি বারবার করছি।
সকাল বিকাল শুধুই আমি স্বপ্ন মাছি মারছি
লাভ লোকসান হিসেব আমি বারবার করছি।
বার্গেনিং আর কোরো না যৌবন বয়ে যায়
সকাল সকাল মিষ্টি কথার বৌনি করে যায়
প্রেমের খাতায় অনেক ডিউ পেমেন্ট করলে না
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না…
শোনো মধুছন্দা প্রেমের বাজার বড়ই মন্দা
শোনো মধুছন্দা প্রেমের বাজার বড়ই মন্দা রে
প্রেমের হাটে দোকান খুলে সেল তো হলো না
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না।
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না
প্রেমের বিনিময়ে কেউ মন তো দিলো না রে…