
গানঃ রোদ্দুর || কথাঃ কিশোর মজুমদার
যদি মেঘ জমে এই মনে তুমি আসবে কি রোদ্দুর ?
ঘন বরষায় কার ভরসায় ঢাকবে বলো না সমুদ্দুর
তুমি আসবে কি রােদুর ?
#এই এই এই দিন কালো টাকা বেরঙিন
আমার ঘরের জানালায়
নেই নেই নেই সুর বেদনায় ভরপুর
বিরহ ডাকছে বেহালায়
আমার সপ্ত সুর
তুমি আসবে কি রোদ্দুর ?
## যাই যাই উড়ে পাল তুলে বহু দূরে
দেখাবে জোনাকি আলাে
চলে গেছ তুমি আর বহু দূরে।
সাজাবে নিজের আলাে
আমার পথ যে দূর।
তুমি আসবে কি রােদুর ?