কষ্ট কীসের
দু`পা ফেলেই হাঁটতে হবে কষ্ট কীসের ?
তোমার ঘাড়েই বন্দুক আর
ট্রিগার থাকুক অন্য হাতে কষ্ট কীসের ?
দু চোখ ভরা চশমা আছে
স্বপ্ন দেখার এলেম আছে কষ্ট কীসের !
একলা চলার ইচ্ছে আছে
ফেউ লেগে থাক ছায়ার পিছে কষ্ট কীসের !
সমুদ্দুরের মধ্যিখানে
পরান মাঝি বৈঠা টানে কষ্ট কীসের !
সমুদ্রজল নোনাই হবে
দুলুক জীবন ঢেউ উৎসবে কষ্ট কীসের ?
সিংহদ্বারে রাজোৎসবে
চামড়া খুলে বাদ্যি হবে
হোক না তাতে কষ্ট কীসের ?
দহন জ্বালায় মুখ পোড়া
কান্না চাপা দুঃখরা
সোঁদরবনের কুম্ভীরে
খায় শহরের বুক চিরে
খাক না তাতে কষ্ট কীসের !
নীল পারাবত মাথার প’রে
বুনো শুয়োর বাসর ঘরে
দস্যুরা যে ঢোক গিলেছে
কালনাগিনী ফোঁস তুলেছে
তুলুক তাতে কষ্ট কীসের ?সকাল সাঁঝের মধ্যিতে
ডাক্তারে আর বদ্যিতে
ভালো থাকার ইচ্ছেটাই
বাঁচার খবর দিচ্ছে তাই কষ্ট কীসের !
দু’চোখ বুজে রাত্রিময়
সেলফোনে আজ কাব্যি হয় কষ্ট কীসের !
পুটুর মায়ের নীল শাড়ি
চোখের জলে হোক ভারী
হোক না তাতে। কষ্ট কীসের !
রোদ আকাশের দুপুরে
রাজকন্যার নূপুরে
খোকার মতো তেপান্তর
আছে আমার একান্তর কষ্ট কীসের !
শ্মশান ভরা আগুনে
ফুল ফুটে তাও ফাগুনে
ফুটুক তাতে কষ্ট কীসের ?
ফুটপাতরে মরছে যে
মরছে মরুক মরতে দে কষ্ট কীসের ?
খোকার কী যে পড়ার চাপ
বুঝবে কী আর মনোর বাপ
রাজনীতি আর বাক্স-ভোট
ফেসবুকে তার একশো কোট
থাক না তাতে কষ্ট কীসের ?
ঘর ভাসানোর বন্যাটায়
পাল্টে চ্যানেল অন্যটায়
হাসছে রকেট আগুন পাছা
বলছে এটাই সঠিক বাঁচা
বলছে বলুক কষ্ট কীসের ?
কাঠপিঁপড়ে কামড়ালেই
গন্ডারের চামড়াতেই
জি ভরকে জিনা সিখো
বন্ধ ঘরে কাব্যি লিখো কষ্ট কিসের !
স্পষ্টবাদী কষ্ট পায়
প্রতিবাদী সব হারায়
ম্যাপের মাপে শুন্যটাই
তোমার আমার জন্য তাই
নিউজ পেপার আঁকড়ে মুঠে
বার্থডে হ্যাপির কেকটি কেটে
চায়ের কাপে ঝড় তুলে
কলপ ক`রে পরচুলে
থাকবো সুখে কান্ট্রি ডিসে
বলো তবে কষ্ট কীসের ?
কষ্ট কীসের কষ্ট কীসের কষ্ট কীসের
তুমিই তো সেই তুমিই তো সেই
তুমিই তো সেই নীলকন্ঠ বিশ্ববিষের
বলো তবে কষ্ট কীসের ?
বলো এবার কষ্ট কীসের !