
কবে তুই এসে বল আমার হবি
কিশোর মজুমদার
গানের লিরিক :
বাতাসে ভেসে যায় গোপন কথা
এ মনে ভরে আছে তোরই ছবি
এখনো বালিশে স্বপ্ন জাগে
কবে তুই এসে বল আমাকে নিবি
তোরই আশায়
দুচোখ পিপাসায়
বল না কবে তুই আমার হবি ?
আমার এ মন শুধু তোকে চায়
একা একা লাগে ভরা জোছনায়
কষ্টের ভিড়ে আজ লুকায় এ মন
তোকে ঘিরে থাকে সব আলাপন ।
পাতায় পাতায় তুই ছুঁয়ে দিবি
সুখের বাসনায়
দুচোখ পিপাসায়
বল না কবে তুই আমার হবি ?
মন খারাপের মেঘ ছড়ালো আকাশ
তোকেই পাশে চায় মন বারোমাস
কাটে না দিন আর কাটে না যে রাত
তোকেই ছুঁতে চায় এই দুটি হাত ।
বৃষ্টি হয়ে আমায় জড়াবি
মেঘের সীমানায়
দুচোখ পিপাসায়
বল না কবে তুই আমার হবি ?