এ মাটি এ আগুন। বাংলা কবিতা ২০২০। কিশোর মজুমদার

Bengali Poetry E mati e agun

🔥 এ মাটি এ আগুন 🔥

এ মাটি এ আগুন
ক্ষুধার্ত এক অভিসন্ধি
এ মাটি এ আগুন
ক্ষুধার জ্বালায় চিরকালই ঈর্ষাকাতর ।

কত যুগে কত কালে
অনিন্দ্য-সুন্দর অবয়ব কত
কত হৃদয়ের কত প্রেমিকের
গানে বাতায়নে
রচিয়ে নিয়েছে রূপ-তৃষ্ণার ভাব সম্ভার ।

রূপস রূপসীর শরীর ….
এ মাটি সয় না
এ আগুন সয় না ,
নশ্বর এই নরদেহ
ভাব কল্পনা গান অতিক্রম করে
প্রকৃতির মত রক্ত সজীবতা পাক
এ মাটি চায়না
এ আগুন চায়না ।

সমস্ত রূপস-রূপসী শরীর
আগুনে পুড়িয়ে মাটিতে মিশিয়েও
এ মাটি তবু ক্ষুধার্ত
এ আগুন চির রাক্ষস ।

আগুন আর মাটির লালসা এড়িয়ে তাই
দৈর্ঘ্য-প্রস্থ-ওজনের ঊর্ধে
লুকোনো এক হৃদয়
আর একটা আগুন আবিষ্কারের কাজ
রেখে যেতে চাই ;


About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share