ত্রাণ শিবির||Bengali new poetry||Kishore Majumder

ত্রাণ শিবির

       ——    কিশোর মজুমদার

তুই কই ? কোথায় আছিস তুই ?

অসংখ্য শরণার্থী । মা-গুলোর চিৎকারও বুঁজে গেছে ;

ছোট শিশুরাও ভাঙা গল্প । তুই কই ?

তাল তাল ভেজা বারুদের অন্ত্যেষ্টি ।

গলদঘর্মের উত্তরাধিকার যেন ।

মানুষ , মানুষের পাশে লোলচর্ম শেয়ালের বিরক্ত চোখ ।

একরাশ ছাই — উনুন ভেজা মাটি–

তুই এলে আগুন জ্বলবে জনারণ্যে ।

উৎকীর্ণ জীবনতাপ

আবার জিজ্ঞাসায় নত , জিঘাংসার জ্বরে বাস্পভেদ আজ ;

তুই এলে ব্যস্ত দরজায় দাঁড়ানো ভিড় –ভীরুতার

শিশুবোধে আরেকটি জন্মের ডাল-পালা-পাতায়

ঐশ্বর্য নির্মিত মাটির কোল — গড়বে নতুন কাহিনী-ইমারত ।

তুই এলে নিঃসঙ্গ চুড়ি হাত , শাড়ি-পরা পেলবতা

শিশুসিক্ত জলচোখ , একটু ঘাসের আঁচড়

পাথরের ভীম খাঁজে —

তুই এলে তবে শেষবার শেষ হবে এই রোষানল ।

xxxxxxxxxxxxxxxxx

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share