Bangla Kobita/. আলপিনের বাক্স / কবি: কিশোর মজুমদার

আলপিনের বাক্স

কিশোর মজুমদার

হাত পাখাটা রেখে

ইনভার্টার কিনতে গেলাম ।

লোডশেডিং আর ভালো লাগে না ।

একগাদা কাগজ ছড়ানো টেবিলের উপর

অনেক কথা –কাজ — আর আবর্জনা সব জমে আছে।

আলপিনের বাক্স থেকে আলপিন তুলে নিয়ে

কাগজগুলো সেট করতে লাগলাম

দরকারি সরকারি আর আবর্জনা সাজাতে সাজাতে

চলে গেল বাকি দিনটাও ।

ফ্যান এর হাওয়ায় উড়তে লাগলো

গ্রন্থিত সে সব কাগজ

শুধু দু একটা অ-গ্রন্থিত কাগজ উড়ে গেল

উপেক্ষায় অনাদরে -––

আলপিনের বাক্স হাতে কুড়োতে লাগলাম সেগুলি

হামাগুড়ি দিয়ে খাটের নীচে , টেবিলের তলায় ।

হাত থেকে উল্টে পড়ে গেল আলপিনের বাক্স ঘরময় …..

সেগুলো কুড়োতে কুড়োতেই চলে যাচ্ছে

বাকি জীবনটা ।

আজো জানা হলো না আর সেই কাগজগুলোতে

কী লেখা ছিল ,

দু একটা আলপিন হাতে খুঁজছি আজও

একসাথে জুড়বো বলে …….

তোমার সঙ্গে সম্পর্কের মতো…….

############

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share