
অন্তরাল
আমার ছিল একলা ঘরের গুমোট
দুপুরগুলো শুকোতো রাস্তায়
আমার এখন চোখ মুখ আর ঠোঁট
সবই ছোটে বিকেলের বাসটায় ,
আমার গালে দাড়ির অবহেলা
আমার এখন ছোট করে ছাঁটা চুল
ভ্রূরুর উপর ম্যাকমোহনের লাইন
এখনো হয় লাল গোলাপের ভুল ।
আমার এখন সমুদ্র সৈকত
সিঁথির রেখায় এলোমেলো পদরেখা
সেল্ফি দেখে নিজের প্রেমে পড়ি
ফুচকা খাওয়া তোমার থেকেই শেখা ।
মগ্ন চেতন লুকোয় তোমার পাশে
খোয়াই আজও তোমার পায়ে লুটায়
ব্যালকনির ওই শাড়ীতে মল্লার
গ্রহণ লাগে কপালে তিলটায় ।
কৃষ্ণচূড়ায় সন্ধ্যা উঠে বসে
চায়ের কাপে গল্প এসে ঘুমায়
তোমার পাড়ায় ওড়ে আমার ঘুড়ি
অনাশ্রয়ী , বাক্য —দাঁড়ি কমায় ।