
অনাদর গানের লিরিক্স
কিশোর মজুমদার
যদি কখনো খুব একলা লাগে
যদি কান্না আসে তোর একলা ঘরে
যদি মেঘ জমে ওঠে মনের কোনে
টুকরো স্মৃতি যদি আঙুল নাড়ে
।। একবার আমাকেই ডায়াল করিস
গল্প শোনাবো খুব আদর করে।।
যদি উদাস উদাস পাখি ছাদের আকাশে
যদি এলোমেলো করে দেয় ওড়না , বাতাসে
যদি মন খারাপের ঘর শীত শীত হয়
পাগল পাগল মন একা কথা কয়
যদি অনাদর জমে থাকে বিছানা চাদরে
।।একবার আমাকেই ডায়াল করিস
গল্প শোনাবো তোকে আদর করে।।
যদি জানলায় বসে এসে জোনাকির রাত
যদি ব্যথা হয়ে বেজে ওঠে গিটারের তার
যদি লিপস্টিক রং ভুলে ঠোঁটকে লুকায়
বুকের ভেতর পাখি ডানা ঝাপটায়
যদি ব্যাকুল দ্বিধায় তবু কষ্ট করে
।।একবার আমাকেই ডায়াল করিস
গল্প শোনাবো তোকে আদর করে।।