
রোমান্টিক বাংলা গানের লিরিক্স
গানঃ অবশেষে
কথা –কিশোর মজুমদার
শিল্পী- বিক্রম শীল
অবশেষে
ফিরে এসে দাঁড়ালাম
দুটো হাত আজ বাড়ালাম / তোমার কাছেই।
অবশেষে
আজ ফিরে তাকালাম
তোমাকেই যেন ডাকলাম / ডাকনামেই।
// তুমি কি / চোখ বুঝে /সব ভুলে
আমাকে / নেবে নাকি / অবহেলে
সরে সরে সরে বলো থাকবে দূরে….
এ বুকে / কত ব্যাথা / দিশেহারা
বোঝাবো / কাকে বলো / তুমি ছাড়া/
কীভাবে দেখো মন যাচ্ছে পুড়েই…..
…. অবশেষে
আজ ফিরে তাকালাম
তোমাকেই যেন ডাকলাম / ডাকনামেই ….
এলোমেলো কথাগুলো হারালাম
অভিমানে যেন আজ জড়ালাম / তোমার সাথেই।
অগোছালো অমিটাকে কুড়োলাম,
নটেগাছ তাই মুড়োলাম / সন্ধ্যা রাতেই।
তুমি কী /হাত রাখো / আনমনে
আমাকে / ভাবো নাকি/ কোনোভাবে….
ভুল করে খোঁজো নাকি চুপটি করেই ।
এখনো/ তুমি হীনা /এই মনে
আকাশে / মেঘ জমে / এক কোনে।
বলো না তুমি ঠিক আসবে ফিরে….
…. অবশেষে
আজ ফিরে তাকালাম
তোমাকেই ডাকলাম / সে ডাকনামেই ….
নীচের গানগুলো পড়তে ও শুনতে👇 লিঙ্কে ক্লিক করুন ।