
বাংলা গানের লিরিক্স || আকাশ || Sidhu Cactuss
গান- আকাশ
শিল্পী- সিধু ( Cactus )
কথা- কিশোর মজুমদার
সুর- সুব্রত পোদ্দার
আকাশ তোমার কেন ডানা নেই ?
কত ডানা খোঁজে শুধু তোমাকেই
আকাশ তোমার কেন ডানা নেই
ডানা পেলে দেখবো খুঁজে তোমাকেই
নীল নীল শরীরে নীল হাসিমুখ
নীলের আঁচলে বলো তোমার কী সুখ ? (২)
রোদেলা বিকেল দাও, মেঘেদের ভেলা বও
ডুবলে দেবে কি বলো একটা শালুক ?
… আকাশ তোমার কেন ডানা নেই …।
ও ও ও ………………… এই এই এই …
উদার খোলা বুকে খোলা মেলা সুখ দুঃখ
উজার করে দাও জীবন তোমার। (২)
পড়ে নিতে পারলে কই , জানলাতে খোলা বই
চোখের পাতায় প্রশ্ন হাজার হাজার।
… আকাশ তোমার কেন ডানা নেই …।
কিশোর মজুমদারের লেখা গানের তালিকা👇👇👇
মনের আগুন জ্বলে পিপাসায় 👉 (Video Link)