দোল দোল দোলনি || বাংলা গানের লিরিক্স || রোমান্টিক গানের লিরিক || নতুন বাংলা গান || রোমান্টিক বাংলা গানের লিরিক্স
গান- দোল দোল দোলনি
শিল্পি- সমিধ মুখার্জী
কথা – কিশোর মজুমদার
সুর – সুব্রত পোদ্দার
দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি
তোমার চুলের খোঁপায় আমার মনের ফিতার বাঁধুনি।
ঝিমলি পাড়ের শাড়ি তোমায় মানায় ভালোই বাহারে
পরাণ আমার কাঁপছে দেখ উহু উহু আহা রে। (2)
তুই আমার সস্তা ফোনে একটাই রিংটোন
তোকে পেলে হয়ে যাবে লাইফটাই আইফোন
আমি হলাম থ্যানস তুই ইনফিনিটি স্টোন
রাজি হলে তুই ছাড়া সবাই আমার বোন ।
কাঠবেড়ালি হবো তোমার ভালোবাসার নগরে
আমি হব ডুবুরি তোর গহীন রূপের সাগরে
দেখলে সবাই জ্বলবে কেমন পদ্ম ফোটে গোবরে
পরাণ আমার কাঁপছে দেখ উহু উহু আহা রে।
তুই আমার ভাঙ্গা ঘরের এয়ার কণ্ডিশন
লোডশেডিং এ জ্বালিয়ে দেবো পিরিতির লণ্ঠন
দেখলে তোকে মনের আগুন জ্বলে সারাক্ষণ
তুই রাধা হলে গাধা আমার হতে কতক্ষন
তুই আমার সস্তা ফোনে একটাই রিংটোন
তোকে পেলে হয়ে যাবে লাইফটাই আইফোন
দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি
তোমার চুলের খোঁপায় আমার মনের ফিতার বাঁধুনি।
…………………………
কিশোর মজুমদারের হিট গানের তালিকা 👇👇
থাক কিছু লজ্জা 👉 (Video Link)
রোদ্দুর 👉 (Video Link)
আমার মেঘলা বিকেল 👉 (Video Link)
মধুছন্দা গানের লিরিক্স 👉 (Video Link)
অনাদর গানের লিরিক্স 👉 (Video Link)
কবে তুই এসে বল আমার হবি 👉 (Video Link)
পুরনো রুমাল 👉 (Video Link)
এই শহরের বুকে 👉 (Video Link)
মন পিয়নের চিঠি 👉 (Video link )
অবশেষে ( Video link )
কেন তুমি ডাকো না আমায় 👉 ( Video Link )
পেঁজা মেঘে ভালোবাসা 👉 (Video link )
চলতে চলতে পথ 👉 ( গানের ভিডিও লিঙ্ক )
শূন্য 👉 ( গানের ভিডিও লিঙ্ক)
কিছুটা স্বপ্ন 👉 (Video link)
আকাশ তোমার কেন ডানা নেই 👉 (Video link)