রোমান্টিক বাংলা গানের লিরিক্স | চলতে চলতে পথ || Bengali new song 2021 Lyrics || Kishore Majumder

রোমান্টিক বাংলা গানের লিরিক্স

গান- চলতে চলতে পথ
কথা- কিশোর মজুমদার
সুর – নীহার শর্মা

চলতে চলতে পথ পেয়েছি তোমায়
বলতে বলতে মন বলেনি তোমায়
খেয়ালি মন হারাতে যে চায়
খেয়ালি মন তোমাকে যে চায়
ই আ ই এ আ ……………………।

বোঝাব কি করে এ মন
উড়িয়ে দিয়েছে পাল
খেয়ালি খুশিতে হল
বড় বেসামাল
ছড়িয়ে রয়েছি আমি
কুড়িয়ে আমাকে নাও
তোমার মতো করে
আমাকে সাজাও

কেন দূরে দূরে সরে থাকো তুমি
এসো সুরে সুরে আজ মিশে যাই
স্বপ্নের দেশে চলো হারাই ।

……………… চলতে চলতে পথ পেয়েছি তোমায় ।

তোমার মনের আকাশে
এ মন মেলেছে ডানা
আদরে পেরিয়ে যাব
সব সীমানা
বুঝে গেছি আজ আমি
কেন যে দিয়েছি সাড়া
চোখে হল বাজিমাত
প্রেমের ইশারা

কেন দূরে দূরে সরে থাকো তুমি
এসো সুরে সুরে আজ মিশে যাই
স্বপ্নের দেশে চলো হারাই ।

……………… চলতে চলতে পথ পেয়েছি তোমায় ।

CATEGORIES

রোমান্টিক বাংলা গানের লিরিক্স | কিছুটা স্বপ্ন | Romantic bengali song lyrics

Last updated on January 29, 2022 by Kishore Majumder0 Comment Share

WhatsAppFacebookSMSTwitterPinterestShare

কিছুটা স্বপ্ন | রোমান্টিক বাংলা গানের লিরিক্স | Kichhuta swopno | Romantic bengali song lyrics

গানঃ কিছুটা স্বপ্ন
কথা- কিশোর মজুমদার সুরঃ সুব্রত পোদ্দার

কিছুটা স্বপ্ন আর কিছুটা সত্যি
ফাঁকি তো নেই কোথাও একরত্তি
তুমি আছো আমি আছি
ছুঁয়ে ছুঁয়ে কানামাছি
কিছু রোদ, কিছু মেঘ, কিছু কুয়াশায়

এই জীবন ভরে যাবে ভালোবাসায়

গাছ হয়ে উঠি যেন সবুজ পাতায়
কিছু কিছু জলছাপ বালুকাবেলায়
ভরহীন উড়ে উড়ে ফড়িং ডানায়

এই জীবন ভরে যাবে ভালোবাসায় ।

এই টুপ টাপ বৃষ্টিতে খেয়ালি দুটি মন
উফ হৃদয়ের রং মিলে হলো রিং টোন।
কিছু কথা ভেজা ঠোঁটে আর কিছু ইশারায়

এই জীবন ভরে যাবে ভালোবাসায় ।

…………….

Watch this video on YouTube

কিশোর মজুমদারের গানের তালিকা 

থাক কিছু লজ্জা  (Video Link)
রোদ্দুর  (Video Link)
আমার মেঘলা বিকেল  (Video Link)
মধুছন্দা গানের লিরিক্স  (Video Link)
অনাদর গানের লিরিক্স  (Video Link)
কবে তুই এসে বল আমার হবি  (Video Link)
পুরনো রুমাল  (Video Link)
এই শহরের বুকে  (Video Link)
মন পিয়নের চিঠি  (Video link )
অবশেষে ( Video link )
কেন তুমি ডাকো না আমায়  ( Video Link )
পেঁজা মেঘে ভালোবাসা  (Video link )
চলতে চলতে পথ  ( গানের ভিডিও লিঙ্ক )
শূন্য  ( গানের ভিডিও লিঙ্ক)
কিছুটা স্বপ্ন  (Video link)
আকাশ তোমার কেন ডানা নেই  (Video link)

নোতুন ভোরের গল্প 👉 ( গানের ভিডিও লিঙ্ক)

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share