অভিমানী বর্ণমালা || কিশোর মজুমদার || Bangla kobita new

অভিমানী বর্ণমালা

        -- কিশোর মজুমদার

অভিমান বুঝিয়েছে আজ
শব্দেরা নিষ্ফলা জমি
দাঁড়ি কমা ড্যাশের ভেতর
আদরেরা থাকে খুব কমই।

অভিমান তোমারই আবাদ
চোখে রাখা সরস কথা
ঠোঁট ফুলে থাকাটাও ঠিক
ভাষাপাঠ সেখানে অযথা ।

আমি খুঁজি ভাষাতীত সুর
চুপ থাকা অভিমানী তান
হাজার কবিতা সব ফেল
শুধু জাগে স্বরের বিতান ।

যুগ থেকে যুগ চোখে জল
অভিমান কতটা গলায়
বুঝে নিতে নব ভাষা চাই
অভিমানী বর্ণমালায় ।


About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share