ব্যবধান
—- কিশোর মজুমদার
এ কোন নৈঃশব্দের অঙ্গীকার !
আড়াল আমিও চাই নি হিরন্ময়
পাপ থেকে পোপ কিংবা
দিগন্ত থেকে দিনান্ত
সবেতেই বৃন্তচ্যুত ফ্যাকাশে শর্বরী ছড়ানো।
ভাসছে — উড়ছে ডানা ডানা মুসাফির জীবন ,
হিরন্ময় । তোকে জীবন্ত অন্ধকার আঁকতে
দেখবে বলে বসে নেই আজও
বিনম্র ইতিহাস পাঠিকা কোনো ।
না , কোনো আড়াল তোর অপেক্ষায় থাকবে না
কোনোদিন আর ।
যতদিন তোর তুলি রংটুকু ছেঁকে বাতাসে ওড়াবে জীবন ।
ততদিন মুখরিত রং , চোখ , ভাষা , আর
অন্ধকারের আবির এইখানে জড়ো করে
ডাকবি আমায় আবার ।
হিরন্ময় , জীবন মানে আগুনও হতে পারে ।
….. খুব হতে পারে ।